দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়



Image result for photos of doyel cottor,Dhaka University
 দোয়েল চত্বর


বাংলাদেশের সবচেয়ে বড়  বিশ্ববিদ্যালয় হল  ঢাকা বিশ্ববিদ্যালয়।এখানে রয়েছে দেখার মত অনেক গুলো স্থান।কিছু ভবন রয়েছে যা মুলত অনেক প্রাচীন এবং কিছু ভবন নির্মিত হয় ব্রিটিশ আমলে।এরপর পাকিস্তানী আমলে কিছু আর বাকীসব নির্মিত হয় সাধীনতা পরবরতী সময়ে।তেমনি একটি উল্লেখযোগ্য জায়গার নাম দোয়েল চত্বর।ঢাকা ববিশ্ববিদ্যালয়  এলাকার ভিতরে কার্জন হলের সামনে অবস্থিত, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি স্মারক ভাস্কর্যএটি দেখতে বেশ সুন্দর। এর স্থপতি হলেন জনাব আজিজুল জলিল পাশাদোয়েল চত্বর টির চারপাশের সৌন্দর্যটা সত্তিই উপভোগ্য।অনেকে আসেন এই জায়গাটি দেখার জন্য। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক বাহক যা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করে।
 
Image result for photos of doyel cottor,Dhaka University Image result for photos of doyel cottor,Dhaka University