The national memorial, Savar.

 Image result for Photos of national memorial,savar bangladesh Image result for Photos of national memorial,savar bangladesh
                                        The national memorial

The national memorial is a one of the most important visiting place  in Bangladesh.It also a historical place.It is a very famous and most beautiful place in this country.It is situated in Savar, very near able place in capital Dhaka.Basically it is a monument.It's a symbol of the nations respect for the millions of martyrs whose sacrifice gave birth to our country Bangladesh.

History: It was built to uphold the heroic struggle of our freedom fighters during the war of Liberation in 1971.The national monument symbolizes the heart-felt reverence of the people of our nation for the most Honorable martyrs of Liberation War.All of the people in this country love and respect them.

Description: It is very high monument in Bangladesh.the 150 feet towers of the memorial stands on base measuring 130 feet wide.Actually here is series of 7 towers that towers tise by stages to a height of 150 feet.The foundation of the national memorial was laid on the first anniversary of the Victory day.There is a plan ton build a complex around the memorial covering on area of 126 acres of land.there will be a Mosque ,a Library and a museum  in the complex.

The most moving site of the complex is the several graves of the martyred freedom fighters,close to the tower.There is a small pond in beside the monument.in the night,all sides of monument are lighting.It is looking so beautiful.Everyday different sites from the country,many visitor comes to the place and very enjoy their time.There is a small Park in beside the monument.it is very attractable for the young boys and girls who come to visit the place.

Specially the holiday in this beautiful place,many VIP person are come to visit the place and enjoy a happy time with hole family.in some important day such as victory day,Independence day the place make a good environment for celebrate these day and that time the place notice very crowd.all kind of people come to the place for remember the sacrificed of our freedom fighter.

Moreover this monument is not only a historical but also a remarkable visiting place in Bangladesh.we love in this place. We show our respect in front of the place and remember their sacrificed for nations.Our love for the country is renewed when we visit the national memorial.This is our proud.
   Image result for Photos of national memorial,savar bangladesh     Image result for Photos of national memorial,savar bangladeshImage result for Photos of national memorial,savar bangladeshImage result for Photos of national memorial,savar bangladesh

সোনারগাঁও- বাংলার সুন্দর একটি জনপদের নাম।


  Image result for Photos of Sonargaon Bangladesh
                                                       সোনারগাঁও

বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং অধিক সুপরিচিত স্থানের নাম হল সোনারগাঁও।সোনারগাঁও হল বাংলার ইতিহাসের সাথে  জড়িত এক আলোকোজ্জল নাম যা আমাদের ইতিহাসকে করেছে অনেকখানি সমৃদ্ধও।বাংলার মুসলমান শাসকদের অধীনে এটি ছিল পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র।

সুবেদার ঈশা খাঁর সময়ে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। আর এর অবস্থান হল নারায়ণগঞ্জ জেলায়।অবশ্য বর্তমানে এর নামেই একটি উপজেলা করা হয়েছে সোনারগাঁও। ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়ছে এই স্বপ্ন সোনারগাঁও।

তবে মধ্যযুগীয় সময় হিসেব করে এই নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা অনেক কঠিন।ইতিহাস অনুসন্ধান করে যতোটুকুন নিদর্শনাদ পাওয়া যায় সেটা থেকে প্রতীয়মান হওয়া যায় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদী দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। পূর্বে এর নাম একাধিকবার পরিবর্তিত হয়।

শুধু ঐতিহাসিক স্থান হিসেবেই নয়,বাংলার অপরুপ সৌন্দর্যের একটি সুন্দর জনপদ হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছে এই সোনারগাঁও।এর নামকরনের ইতিহাস সম্পর্কে জানা যায় যে তৎকালীন বাংলার শাসক ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়। এখানে উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে রয়েছে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধিসৌধ, ইব্রাহীম দানিশমান্দ এর দরগা ইত্যাদি নানারকম গুরুত্তপুর্ন স্থাপনা ।

সোনারগাঁও-এ চিত্রশিল্পী জয়নুল আবেদিনের সন্মানার্থে তৈরি করা হয়েছে জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর । এখানকার একটি ঐতিহ্যবাহী ও অতিপ্রাচীন জায়গার নাম হল পানাম নগর। যতদুর জানা যায় এই এলাকাটি ১৯শ শতকে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিলো।সেসময় এইখানে সেখানকার কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার বাড়িগুলো দেখতে বেশ সুন্দর।তবে নেতিবাচক বিষয় হল এসব বাড়ীঘর গুলো এখন অনেকটাই ধ্বংসের মুখে রয়েছে।

পূর্বইতিহাস যেমনই হোকনা কেনো সোনারগাঁও বাংলাদেশের অন্যতম সুদর্শন এবং প্রাচীন একটি পর্যটন কেন্দ্র এটি।এর রয়েছে অনেক গৌরবোজ্জল ইতিহাস। সারাবছর দেশী বিদেশী অনেক মানুষ এখানে বেড়াতে আসে।বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল অর্থাৎ হোটেল সোনারগাও এখানে অবস্থিত।পর্যটকেরা এখানে এসে নিরাপদ আশ্রয় খুজে পায়।এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের রেস্ট হাউস যেখানে দর্শনার্থীরা অবসর কাটানোর সুযোগ পায়।বাংলার ইতিহাসকে অনেকগুনে সমৃদ্ধও করেছে যেন এই আদী জনপদটি।


Image result for Photos of Sonargaon BangladeshImage result for Photos of Sonargaon Bangladesh
  সোনারগাঁও-এর ধ্বংশাবশেস,ইসা খানের রাজধানী