জাদিপাই ঝরনা
বাংলাদেশের দর্শনীয় জায়গা সমুহের মধ্যে অন্যতম এবং অপার সম্ভাবনাময় একটি জায়গার নাম হল জাদিপাই ঝরনা। জাদিপাই ঝরনা(ইংরেজি: Jadipai waterfall) বাংলাদেশের বান্দরবন
জেলার রুমা উপজেলায় এক অতি প্রক্রিতিবান্ধব পরিবেশে অবস্থিত।
এটি বাংলাদেশের প্রশস্ততম ঝরণাগুলোর মাঝে একটি।এই
কারণে এই ঝরণা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত।সারাবছর এর চোখ ধাঁধানো সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে।তবে এর সৌন্দর্য যেন অনেকগুনে বেড়ে যায় বর্ষাকাল আসলে।বর্ষাকালে জলপ্রপাতের পানি
প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়।তখন সেই দৃশ্য দেখতে অনেক বেসি সুন্দর লাগে।ঝরনার চুয়েপরা পানিতে গোসল করে অনেক দর্শনার্থী ভীষণ আনন্দ পেয়ে থাকে।বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে এই জাদিপাই ঝরনা।বর্ষা মৌসুমে দেশের নানা
প্রান্ত থেকে সৌন্দর্য্য পিপাসু মানুষ জাদিপাই ঝরণা দেখতে ছুটে আসে।
এর অবস্থান হল এটি পার্বত্য বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত।আর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ
চূড়া কেওক্রাডং পাহাড় থেকে জাদিপাই ঝরণা পর্যন্ত পায়ে হেঁটে আসতে দুই ঘন্টা
সময় লাগে।আশা করা যায় অদুর ভবিষ্যতে এটি বাংলাদেশের একটি গুরুুত্তপূর্ণ পর্যটন কেন্দ্রতে পরিনত হবে।