অপরুপ সৌন্দর্যের কাপ্তাই হৃদ




 কাপ্তাই হৃদ


 

বাংলাদেশের দর্শনীয় স্থান গুলো্র মধ্যে অন্যতম হল কাপ্তাই হ্রদ।কাপ্তাই হ্রদ বাংলাদেশের পারবত্তচট্টগ্রা্ম এলাকায় মনমুগ্ধকর পরিবেশে অবস্থিত।
এই হ্রিদ রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ।মুলত দেশি এবং বিদেশি পর্যটকদের উপভোগ্য করে তুলার জন্য একে তৈরি করা হয়েছে।কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।
এর মাঝে রয়েছে মন ভুলা্নো দৃশ্য যা দেখে ভ্রমনকারিরা তৃপ্ত হয়।সূর্যের আলোর দীপ্তিময় আভা জলের উপর পতিত হলে সেখানে এক সুন্দর দর্শনীয় পরিবেশ তৈরি হয়।

এটা দিনে দিনে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।প্রতিদিন দেশি বিদেশী পর্যটকদের আগমনে মুখরিত হয় হ্রিদের চারপাশ।